এগ্রো প্রোডাক্টস গ্রুপে আপনাকে স্বাগতম
একমি পেস্টিসাইডস বাজারে নিয়ে এলো যুগান্তকারী ফর্মুলায় তৈরি অত্যন্ত পরিবেশ বান্ধব কীটনাশক, সার এবং উন্নতমানের বীজ । বাজারের অন্য কীটনাশক, সার এবং বীজ সমুহের তুলনায় কম দামে, গুনগত মান অক্ষুণ্ণ রেখে এবং প্রতিটি চাষির জন্য বাম্পার ফলনের লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া। যখন বাজারে ভেজাল কীটনাশক এবং সারের সমাহার, তখন বাম্পার ফলন এবং নির্ভেজাল খাদ্য নিশ্চিতকরনের প্রত্যয় নিয়ে বাংলার চাষিদের পাশে আমরা।