পরিচিতিঃ তীরন্দাজ ২০ এসএল, পাকস্থলী ও অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন কার্যকরী কীটনাশ।
উপাদানঃ প্রতি লিটার তীরন্দাজ ২০ এসএল-এ ২০০ গ্রাম সক্রিয় উপাদান ইমিডাক্লোপিড বিদ্যমান।
প্রয়োগ ক্ষেত্র ও ব্যবহার মাত্রাঃ
ফসল | ধান |
---|---|
পোকা | বাদামী গাছ ফড়িং |
একরে | ৫০ মিলি |
ফসল | সবজি |
---|---|
পোকা | জাব পোকা, জ্যাসিড ও সাদামাহি |
একরে | ১০০ মিলি |
ফসল | চা |
---|---|
পোকা | উইপোকা |
একরে | ৪০০ মিলি |
কার্যকারিতাঃ
– স্পর্শক্রিয়া সম্পন্ন কীটনাশক হওয়ায় সরাসরি শরীরের সংস্পর্শে আসামাত্রই পোকা মারা যায়।
– পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক হওয়ায় স্প্রেকৃত পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
– ট্রান্সলেমিনার গুন সম্পন্ন কীটনাশক হওয়ায়, পাতার উপরের স্তরে পড়লে এপিডার্মিস ভেদ করে পাতার নীচের স্তরে পোঁছায়, ফলে পাতার উল্টোপার্শ্বে অবস্থানরত পোকা সহজে মারা যায়।
সাবধানতাঃ তীরন্দাজ ২০ এসএল প্রয়োগ করার ১৪-২১ দিনের মধ্যে গবাদিপশু, হাঁস ও মুরগী ক্ষেতে প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না বা খাবেন না।