এমামেকটিন বেনজয়েট ৫০%
সবজির ফলছিদ্রকারী পোকা দমন করে।
ব্যবহারের সুবিধা:
– স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়।
– ইহা পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক। তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
– ইহা যেহেতু একটি ট্রান্সলেমিনার গুনসম্পন্ন কীটনাশক তাই পাতার উপরে পড়লে তা ভেদ করে পাতার নীচের অংশে পৌঁছাতে সক্ষম
যার ফলশ্রুতিতে পাতার উল্টো পার্শ্বে অবস্থানরত পোকা সহজে মারা যায়।
– স্বল্পমাত্রা তাই খরচ কম।
| ফসল | শিম ও অন্যান্য সবজি |
|---|---|
| বালাই (pest) | ডগা ও ফল ছিদ্রকারী পোকা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ গ্রাম |
| একরে | ২০০ গ্রাম |
| ফসল পর্যায় অনুযায়ী | চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে |
| মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
| মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
| ফসল | চা |
|---|---|
| বালাই (pest) | লাল মাকড় |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ গ্রাম |
| একরে | ২০০ গ্রাম |
| ফসল পর্যায় অনুযায়ী | ফসলের বাড়ন্ত সময়ে জমিতে ক্ষুদ্রপোকা/ফল ছিদ্রকারী পোকা দেখা গেলে ২০-২৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে |
| মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
| মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |