পরিচিতিঃ
একমি চিলেটেড জিংক গাছের গুরুত্বপূর্ণ অনুখাদ্য। জিংকের ঘাটতি পূরণে অতুলনীয়।
উপাদানঃ
একমি চিলেটেড জিং এ ১০-১৩% সক্রিয় উপাদান বিদ্যমান, যা উদ্ভিদ তৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে।
প্রয়োগ ক্ষেত্রঃ
সবজি ও ফলসহ সকল প্রকার ফসল।
কার্যকারিতাঃ
– একমি চিলেটেড জিং ব্যবহারে গাছের পাতা সবুজ হয় ও ফলন বাড়ে।
– একমি চিলেটেড জিং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
– একমি চিলেটেড জিং উদ্ভিদের প্রেটিন প্রস্তুত ও হরমোনের কার্যকারীতায়
সহায়তা করে।
– একমি চিলেটেড জিং সকল ধরণের ফসলে বৃদ্ধি ও যে কোন পর্যায়ে ব্যবহার
করা যায়।
ব্যবহার বিধিঃ
ফসলে দস্তার অভাব হলে প্রতি লিটার পানিতে ০.৫-১ গ্রাম ভালোভাবে
মিশিয়ে জমিতে স্প্রে করুন।
সাবধানতাঃ
– ঠান্ডা ও শুস্কস্থানে সংরক্ষন করুন।
– শিশু ও পশু-পাখির নাগালের বাহিরে রাখুন।
– সকালে বা বিকালে কম তাপমাত্রায় স্প্রে করুন।