ACME Organic Fertilizer–একমি জৈব সার

পরিচিতিঃ

একমি জৈব সার উন্নত প্রযুক্তি সম্পন্ন সার। এই জৈব সার গোবর, প্রেসমাড,
টোবাকো ডাস্ট, কোকোপিট ও ট্রাইকোডার্মাসহ বিভিন্ন অনুজীব সমৃদ্ধ অর্গানিক ম্যাটার দিয়ে তৈরী।

একমি জৈব সার মাটির জৈব পদার্থের পরিমান ঠিক রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
উপাদানঃ

এছাড়া রং গাঢ় বাদামী, অদানাদার এবং দুর্গন্ধমুক্ত।

কার্যকারিতাঃ
– একমি জৈব সার সঠিকভাবে মান নিয়ন্ত্রিত হওয়ায় মাটিতে জৈব পদার্থের ঘাটতি দ্রুত পূরণ হয়।
– ফসলের পুষ্টি উপাদানের আধার ঘর হিসাবে কাজ করে, ফলে গাছ সহজে পুষ্টি উপাদান গ্রহন করতে পারে।
– মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে জমির উর্বরতাশক্তি বাড়ে ও সেচ কম লাগে।
– একমি জৈব সার ব্যবহারের ফলে ১৫-২০% পর্যন্ত রাসায়নিক সার কম লাগে।
প্রয়োগ ক্ষেত্রঃ

একরপ্রতি ১৮ কেজি।তবে জমির উর্বরতা ও জৈব পদার্থের কম বেশির কারণে প্রয়োগমাত্রা কমবেশী হতে পারে।

একমি জৈব সার জমি তৈরী করার সময় ভালোভাবে ছিটিয়ে দিতে হবে।

নির্দেশনাঃ

একমি জৈব সার অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।

প্যাক সাইজঃ ১ কেজি, ৫ কেজি, ৪০ কেজি।

Close This Panel