ACME Solubor Boron–একমি সলুবোর বোরন

পরিচিতিঃ

একমি সলুবোর বোরন সর্বাধিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত যৌগ, যেখানে কমপক্ষে ২০%
বোরন বিদ্যমান।

উপাদানঃ

একমি সলুবোর বোরন এর প্রতি কেজিতে ২০০গ্রাম সক্রিয় বোরন বিদ্যমান।

প্রয়োগ ক্ষেত্রঃ

ধান, গম, ভূট্টা, আখ, আলু, বেগুন, রসুন, পিঁয়াজ, টমেটো, তরমুজ, পান, আম,
লিচু, কলা, পেঁপে, মরিচ, বিভিন্ন ধরণের সবজী ও ফল এবং কুমড়া, ডাল, মশলা ও তেল
জাতীয় ফসলের বোরনের ঘাটতি পূরণে একমি সলুবোর বোরন ব্যবহৃত হয়।

কর্যকারিতাঃ
– একমি সলুবোর বোরন ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন গ্রহণে সহায়তা করে, ফলে
ফসলের গুণগত মান ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়।
– একমি সলুবোর বোরন ব্যবহারে গাছের পাতা সতেজ ও সবুজ হয়, শিকড়ের বৃদ্ধি ভালো
হয় এবং দানাদার ফসলের দানা ও বীজ পুষ্ট হয়।
– একমি সলুবোর বোরন ব্যবহারে আম, কলা, লিচু, আপেল, কুল ইত্যাদি ফল ফেটে
যাওয়া রোধ করে।
– একমি সলুবোর বোরন ব্যবহারের ফলে ফুল ও ফলের রং উজ্জল হয়।

ব্যবহারবিধিঃ
– পাতায় প্রয়োগের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ১-১.৫ গ্রাম মিশিয়ে গাছ ভালোভাবে স্প্রে
করতে হবে।
– মাটিতে প্রয়োগের ক্ষেত্রে বিঘাপ্রতি ৩৫০-৫০০ গ্রাম একমি সলুবোর বোরন ভালোভাবে
ছিটিয়ে দিতে হবে।
সাবধানতাঃ একমি সলুবোর বোরন দুপুরবেলা ও প্রচন্ড গরমে স্প্রে করা যাবে না।

 

প্যাক সাইজঃ ১০০গ্রাম ও ৫০০ গ্রাম।

Close This Panel