Gonder 50 WP–গন্ডার ৫০ ডব্লিউপি

পরিচিতিঃ গন্ডার ৫০ ডব্লিউপি স্পর্শক গুনসম্পন্ন পাউডারী ছত্রাকনাশক। ইহা
প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে।
উপাদানঃ প্রতি কেজিতে ৫০০ গ্রাম সক্রিয় উপাদান ইপ্রোডিয়ন বিদ্যমান।
প্রয়োগক্ষেত্রঃ পেয়াজ ও রসুনের আগাকমরা ও সসিষার পাতার দাগ রোগ নির্মূলে
গন্ডার ৫০ ডব্লিউপি একটি নির্ভরযোগ্য সমাধান।
কার্যকারিতাঃ
– ইহা স্পর্শক গুনসম্পন্ন পরীক্ষিত ছত্রাকনাশক।
– ইহা প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে, যা ছত্রাকের মাইসেলিয়ামের
বৃদ্ধিতে বাধা প্রদান করে গাছকে রোগমুক্ত করে।
ব্যবহারবিধিঃ প্রতি লিটার পানিতে ২ গ্রাম গন্ডার ৫০ ডব্লিউপি ভালোভাবে মিশিয়ে
গাছে ভালোভাবে স্প্রে করতে হবে।
সাবধানতাঃ গন্ডার ৫০ ডব্লিউপি প্রয়োগকৃত ক্ষেতে ৭-১৪ দিন গবাদিপশু, হাঁস-
মুরগি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না বা
খাবেন না।

প্যাক সাইজঃ ৫০ গ্রাম, ১০০ গ্রাম।

Close This Panel