পরিচিতিঃ

গ্রীণ পিজিআর একটি জৈব উজ্জীবক। এটি মূলত গাছ তথা ডাল, পাতা. পুষ্প দ্বারা
শোষিত হয়।

উপাদানঃ

গ্রীণ পিজিআর এর মূল উপাদান হলো ৪সিপিএ বা ৪ ক্লোরোফেনোক্সি এসিটিক এসিড।

প্রয়োগ ক্ষেত্রঃ

সবজি ও ফলসহ সকল প্রকার ফসল। তবে গ্রীষ্মকালীন টমেটোর ফুল ও ফলের সংখ্যা
বৃদ্ধির মাধ্যমে অধিক ফলনে ভূমিকা রাখে।

গ্রীণ পিজিআর কেন ব্যবহার করবেন?
– ইহা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
– ফুল ও ফল ঝরা বন্ধ করে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে।
– ফল ও দানা জাতীয় ফসলের আকার, ওজন ও সংখ্যা বৃদ্ধি করে।
– গাছে পুরুষ ও স্ত্রী ফুলের সতেজতা বৃদ্ধির মাধ্যমে পরাগায়নে সহায়তা করে।
– সর্বোপরি ফসলের ফলন বৃদ্ধি করে।

প্রয়োগমাত্রাঃ
প্রতি লিটার পানিতে ১.৫-২.০০ মিলি গ্রীণ পিজিআর মিশিয়ে ২ সপ্তাহ পর পর
সকালে বা বিকালে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে।

সাবধানতাঃ
– অনুমোদিত মাত্রার বেশী ব্যবহার করবেন না।
– শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।
– খাদ্য সামগ্রী ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

প্রস্তুতকারকঃ চাংসামেকেমিক কোং লিঃ চায়না।

প্যাক সাইজঃ ৫০মিলি, ১০০মিলি, ২৫০মিলি, ৫০০মিলি, ১লিটার ও ৫লিটার।

Close This Panel