ফসল | শিম |
---|---|
বালাই (pest) | ফল ছিদ্রকারী পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মি লি |
একরে | ২০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | পোকা দেখা গেলে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করুন ফসলের বাড়ন্ত সময়ে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | শসা, পটল |
---|---|
বালাই (pest) | মাছিপোকা,পামকিন বিটল |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ মি লি |
একরে | ১০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | ভূট্টা |
---|---|
বালাই (pest) | ফল আর্মি ওয়ার্ম |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১৫-২০ মি লি |
একরে | ২০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | আলু |
---|---|
বালাই (pest) | কাটুই পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ মি লি |
একরে | ৪০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | চারা রোপনের সময় মাটি তে স্প্রে করতে হবে। অবশ্যই বিকেলে বা সন্ধ্যায় স্প্রে করতে হবে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | বেগুন, টমেটো |
---|---|
বালাই (pest) | ফল ছিদ্রকারী পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মি লি |
একরে | ২০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | পোকা দেখা গেলে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করুন ফসলের বাড়ন্ত সময়ে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | ঢেঁড়স |
---|---|
বালাই (pest) | সেমিলুপার |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মি লি |
একরে | ২০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | ধান |
---|---|
বালাই (pest) | মাজরা পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মি লি |
একরে | ২০০ মি লি |
ফসল পর্যায় অনুযায়ী | চারা রোপণ এর ৩৫-৪০ দিন এর মধ্যে। ১৫ দিন অন্তর অন্তর চলবে যদি দরকার হয়। বাড়ন্ত অবস্থায় বিকালে ব্যবহার করার চেষ্টা করুন |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |
ফসল | চা |
---|---|
বালাই (pest) | উই পোকা |
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৮০ মি লি |
একরে | ১.৬ লিটার |
ফসল পর্যায় অনুযায়ী | ডিসেম্বরে ফসল কাটার পরে এবং মে জুন মাসে, যখন জমিতে পোকা দেখা যাবে, তখন স্প্রে করতে হবে |
মিশ্রণ এবং স্প্রে করার সেরা উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন |
মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন |