Nato 10 EC–ন্যাটো ১০ ইসি

পরিচিতিঃ  ন্যাটো ১০ ইসি হেক্সাকোনাজল সমৃদ্ধ অর্ন্তবাহী ও প্রবহমান গুন সম্পন্ন
তরল কার্যকরী ছত্রাকনাশক।এটি ছত্রাকের স্পোরের বংশবৃদ্ধি ও সংক্রমনে বাধা সৃষ্টি করে।
উপাদানঃ প্রতি লিটার ন্যাটো ১০ ইসি-এ ১০০ গ্রাম হেক্সাকোনাজল সক্রিয় উপাদান বিদ্যমান।
কার্যকারিতাঃ
ন্যাটো ১০ ইসি একটি অন্তর্বাহী ও প্রবহমান গুনসম্পন্ন তরল
ছত্রাকনাশক। ইহার প্রতিরোধক ও প্রতিষেধক গুণাবলী থাকার কারনে ফসলকে
ছত্রাকের আক্রমন থেকে সুরক্ষিত রাখে।
ব্যবহারবিধিঃ ফসলকে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য ন্যাটো ১০ ইসি প্রতি
লিটার পানিতে ১ মিলি মিশিয়ে সমস্ত গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
সাবধানতাঃ ন্যাটো ১০ ইসি স্প্রেকৃত জমিতে ৭-১৪ দিন গবাদি পশু, হাঁস-মুরগি
ঢুকতে দিবেন না। এছাড়া উক্ত জমির ফসল খাওয়া বা তোলা থেকে বিরত থাকবেন।

প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি

Close This Panel