Sayrazo 10WP–শাইরাজো ১০ডব্লিউপি

পরিচিতিঃ শাইরাজো ১০ডব্লিউপি প্রবহমান গুণসম্পন্ন সালফোনাইল ইউরিয়া গ্রুপের
একটি আগাছানাশক।
উপাদানঃ প্রতি কেজি শাইরাজো ১০ডব্লিউপি-এ ১০০গ্রাম পাইরাজোসালফুরান ইথাইল
সক্রিয় উপাদান বিদ্যমান।
প্রয়োগক্ষেত্রঃ শাইরাজো ১০ডব্লিউপি ধান ক্ষেতের সেজ ও চওড়াপাতা জাতীয় আগাছা
দমনে প্রয়োগ করা হয়।
কার্যকারীতাঃ
(ক) শাইরাজো ১০ডব্লিউপি প্রবহমান গুণসম্পন্ন হওয়ায় এটি সদ্য অংকুরিত
আগাছার মূল ও কান্ড দ্বারা শোষিত হয়ে খুব দ্রুত বর্ধনশীল কোষে স্থানান্তরিত হয়।
(খ) আগাছার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অতি প্রয়োজনীয় এমাইনো এসিড
উৎপাদনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এতে আগাছার কোষ বিভাজন ও বৃদ্ধি
বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে আগাছা মারা যায়।

ব্যবহারবিধিঃ একরপ্রতি মাত্রা ৬০-৭৫গ্রাম। চারা রোপনের ৭-১২ দিনের মধ্যে ১-২
ইঞ্চি আবদ্ধ পানিতে ভালোভাবে শাইরাজো ১০ডব্লিউপি স্প্রে করুন এবং ৩-৫ দিন
পানি আটকিয়ে রাখুন। এবার পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন।

সাবধানতাঃ খেয়াল রাখতে হবে শাইরাজো ১০ডব্লিউপি স্প্রেকৃত জমির পানি যেন
বের হয়ে না যায়।

প্যাক সাইজঃ ২৫ গ্রাম

Close This Panel