Sharconil 50SC–শারকোনিল ৫০এসসি

পরিচিতিঃ

শারকোনিল ৫০এসসি একটি স্পর্শক, পাকস্থলী ও প্রবহমান গুণসম্পন্ন কীটনাশক।
উপাদানঃ

প্রতি লিটার শারকোনিল ৫০এসসিতে ৫০গ্রাম সক্রিয় উপাদান ফিপ্রোনিল
বিদ্যমান।
প্রয়োগ ক্ষেত্রঃ

ধান, গম, ভূট্টা ও আখের মাজরা পোকা, বেগুন ও ঢেঁড়শের ডলা ও
ফল ছিদ্রকারী পোকা, শিম জাতীয় ফসলের পড ছিদ্রকারী পোকা, আম ও লিচুর
ফল ছিদ্রকারী পোকা, কুমড়া জাতীয় ফসলের কান্ড ছিদ্রকারী পোকা, টমেটো,
মরিচ, করলা, পটল ও কাকরোলের ফল ছিদ্রকারী পোকা, আখ ও চায়ের উইপোকা
দমনে অধিক কার্যকরী।
কার্যকারিতাঃ
শারকোনিল ৫০এসসি সিসটেমিক গুণাবলীর কারণে এটি গাছের শিকড়,
পাতা ও কান্ড দ্বারা শোষিত হয়ে খুব দ্রুত সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। এছাড়া নতুন
গজানো পাতা পোকা দ্বারা আক্রান্ত হলে অল্প সময়ের মধ্যে বিষক্রিয়ায় পোকা মারা
যায়।
ব্যবহার বিধিঃ

প্রতি লিটার পানিতে ১মিলি শারকোনিল ৫০এসসি মিশিয়ে ফসলে
ভালোভাবে স্প্রে করতে হবে। আখ ও চায়ের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ৩মিলি
মিশিয়ে স্প্রে করতে হবে।
সাবধানতাঃ

শারকোনিল ৫০এসসি প্রয়োগ করার ৭-১৪ দিনের মধ্যে গবাদিপশু,
হাঁস-মুরগী ক্ষেতে প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন
না বা খাবেন না।

প্যাক সাইজঃ ৫০মিলি, ১০০মিলি

Close This Panel